গল্পটি বছর পাঁচেক আগে লেখা। মটু আর গনশাকে নিয়ে তারপর নতুন কোনও গল্প লেখার কথা ভাবিনি। আসলে গত শতকের সত্তর–আশির দশকেও এই জাতীয় গল্পে যে বৈচিত্র দেখা যেত‚ বর্তমানে তা এক রকম অন্তর্হিত। ফেলুদার প্রভাবে কিশোর গোয়েন্দা/রহস্য গল্প আজ প্রায় গতানুগতিক হয়ে গেছে। সামান্য হলেও ভিন্নধর্মী কিছু লেখার তাগিদে গল্পটি লিখেছিলাম। লক্ষ্যনীয়‚ দুই গোয়েন্দা এখানে বিরাট কিছু কাজ করেনি (সবাই তো ফেলুদা নয়)। তবু ত্রিভূবনবাবু তাদের কাজের তারিফ করেছেন। রহস্যের সমাধানও হয়েছে। কিশোর সাহিত্যের একনিষ্ঠ পাঠক ঋজুবাবুর প্রস্তাবটি মাথায় রইল। দু’জনকে নিয়ে গতানুগতিক গোয়েন্দা গল্পের বাইরে নতুন আরও কিছু লেখা যায় কিনা দেখব। ধন্যবাদ।
মন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ। পূর্ব প্রকাশিত গল্পগুলি ফের পাঠকের কাছে পৌঁছে দেবার জন্য এই ব্লগ। তাঁদের কিছুমাত্র ভাল লাগলে সেই প্রচেষ্টা সার্থক। ভাল থাকুন। ব্লগে থাকুন।
দারুণ! এই জুড়ির আরও কিছু এডভেঞ্চার কি পাওয়া যাবে?
ReplyDeleteগল্পটি বছর পাঁচেক আগে লেখা। মটু আর গনশাকে নিয়ে তারপর নতুন কোনও গল্প লেখার কথা ভাবিনি। আসলে গত শতকের সত্তর–আশির দশকেও এই জাতীয় গল্পে যে বৈচিত্র দেখা যেত‚ বর্তমানে তা এক রকম অন্তর্হিত। ফেলুদার প্রভাবে কিশোর গোয়েন্দা/রহস্য গল্প আজ প্রায় গতানুগতিক হয়ে গেছে। সামান্য হলেও ভিন্নধর্মী কিছু লেখার তাগিদে গল্পটি লিখেছিলাম। লক্ষ্যনীয়‚ দুই গোয়েন্দা এখানে বিরাট কিছু কাজ করেনি (সবাই তো ফেলুদা নয়)। তবু ত্রিভূবনবাবু তাদের কাজের তারিফ করেছেন। রহস্যের সমাধানও হয়েছে।
Deleteকিশোর সাহিত্যের একনিষ্ঠ পাঠক ঋজুবাবুর প্রস্তাবটি মাথায় রইল। দু’জনকে নিয়ে গতানুগতিক গোয়েন্দা গল্পের বাইরে নতুন আরও কিছু লেখা যায় কিনা দেখব। ধন্যবাদ।
Khub bhalo hoyeche. Kotho kono otishoyokti nei.
ReplyDeleteমন্তব্যর জন্য আন্তরিক ধন্যবাদ। পূর্ব প্রকাশিত গল্পগুলি ফের পাঠকের কাছে পৌঁছে দেবার জন্য এই ব্লগ। তাঁদের কিছুমাত্র ভাল লাগলে সেই প্রচেষ্টা সার্থক। ভাল থাকুন। ব্লগে থাকুন।
DeleteDarun lekha.. chitobela r kotha Mone pore gelo
ReplyDeleteChomotkar
ReplyDelete