Sunday 9 March 2014

গল্প (মোবাইল ভার্শন): নকআউট (শিশির বিশ্বাস)



গল্পটি ব্লগ থেকে সাময়িক তুলে নেওয়া হয়েছে।

7 comments:

  1. অসামান্য বললেও কম্ বলা হয়। লড়াইটা যেন চোখের সামনে দেখতে পেলাম, আর আসল জয়-পরাজয়টাও। পরের গল্পের অপেক্ষায় রইলাম।

    ReplyDelete
  2. The Mexican er ar ektu valo vabanubad hole valo hoto.

    ReplyDelete
    Replies
    1. বিরুদ্ধ সমালোচনা কখনই বিশেষ গায়ে মাখি না। কারণ কর্মজীবনের ফাঁকে সামান্য লেখালেখি নিজের আনন্দের জন্য। তবু নামগোত্রহীন ভদ্রলোকের মন্তব্যর উত্তরে দু’এক কথা বলতেই হল। প্রধান কারণ‚ তাঁর ভ্রান্ত মন্তব্যে অন্যরা বিভ্রান্ত হতে পারেন। বিশেষত যাঁদের ‘দি মেক্সিকান’ গল্পটি পড়া নেই।
      প্রথমেই বলি‚ জ্যাক লণ্ডন আমার অতি প্রিয় লেখক। বক্সিং নিয়ে তাঁর একাধিক গল্প আছে। তাঁর অন্য অনেক গল্পের মতো এই গল্পগুলিতেও রয়েছে তারুণ্যের জয়গান‚ যা চীরকালীন।
      মন্তব্যকার ‘নকআউট’ গল্পে জ্যাক লণ্ডনের ‘দি মেক্সিকান’এর ছায়া দেখেছেন। যদি তিনি তাঁর অন্য একটি গল্প ‘A Piece of Steak’ পড়েন‚ হয়তো একই ছায়া দেখবেন।
      আসলে ‘নকআউট’ গল্পের পটভূমিও সেই বক্সিংয়ের রিং। রয়েছে সেই চীরকালীন তারুণ্যের জয়ধ্বনি। যদিও ঘটনাপ্রবাহ একেবারেই ভিন্ন। সম্পূর্ণ মৌলিক। তাই ‘আর একটু ভাল ভাবানুবাদ হলে...’ কথাটাই অর্থহীন।
      যাই হোক‚ উনি ‘শিশিরবিন্দু’ ব্লগটি যে পড়ছেন‚ পত্র–পত্রিকার পাতায় পড়ে থাকা লেখকের এই লেখাগুলি ফের পাঠকের কাছে পৌঁছে দেবার এই প্রচেষ্টায় সামিল হয়েছেন‚ সেজন্য লেখকের তরফ থেকে তাঁকে অনেক ধন্যবাদ।

      Delete
    2. 'দি মেক্সিকান' এর ভাবানুবাদ তো মনে হল না মোটেই। কিছু মানুষ অন্যকে ছোটো করতে পারলে আর কিছু চায় না।

      Delete
  3. wait for the next part of the story.

    ReplyDelete
  4. খুব খুব ভালো ।

    ReplyDelete
  5. Great writing sir. Please write more.

    ReplyDelete